Mon. May 12th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪। বুধবার, ০৭ মার্চ, ২০১৮: কারাবন্দী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিএনপির ডাকা অবস্থান কর্মসূচির স্থান পরিবর্তন করা হয়েছে। পূর্ব ঘোষণা অনুযায়ী আগামী বৃহস্পতিবার নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই কর্মসূচি পালন করার কথা। কিন্তু তা পরিবর্তন করে ওই দিন জাতীয় প্রেস ক্লাবে সামনে অবস্থান কর্মসূচি পালিত হবে।

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সাংবাদিকদের জানান, আমাদের দলীয় কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালনের সিদ্ধান্ত নিলেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জাতীয় প্রেস ক্লাবের সামনে করার কথা বলছে। তাই আমাদের এই কর্মসূচি নয়াপল্টনের পরিবর্তে জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত হবে।

রিজভী আরো জানান, অবস্থান কর্মসূচির স্থান পরিবর্তন করা হলেও সময় অপরিবর্তিত থাকবে। বেলা ১১টায় শুরু হয়ে শেষ হবে দুপুর ১২টায়।