খােলা বাজার২৪। বৃহস্পতিবার, ০৮ মার্চ, ২০১৮: সাম্প্রদায়িক হিংসায় জ্বলছে শ্রীলঙ্কা। চলছে কারফিউ পরিস্থিতি সবচেয়ে উত্তপ্ত ক্যান্ডিতে। স্কুল-কলেজ রয়েছে বন্ধ। দোকানপাট খুলতে সাহস পাচ্ছেন না ব্যবসায়ীরা। এই অস্থির পরিস্থিতিতে দেশের মানুষকে একজোট হওয়ার ডাক দিলেন দেশের তিন সাবেক ক্রিকেটার। সনৎ জয়াসুরিয়া, মাহেলা জয়বর্ধনে ও কুমার সাঙ্গাকারা দেশের এই ভয়ঙ্কর পরিস্থিতিতে উদ্বিগ্ন। জয়বর্ধনে ট্যুইটারে বলেছেন, এই সাম্প্রদায়িক হিংসার জোরালো প্রতিবাদ করছি। জাতিগত বিদ্বেষ মোটেও ভাল নয় সমাজের জন্য।
দেশের গৃহযুদ্ধ দেখেই আমি বড় হয়েছি। আগামী প্রজন্মও যাতে এর শিকার না হয় তা দেখতে হবে দেশবাসীকে। কুমার সাঙ্গাকারা তার ট্যুইটে বলেছেন, এই কঠিন পরিস্থিতিতে সবাই একজোট থাকুন। ভালবাসা, বিশ্বাস ও গ্রহণযোগ্যতাই সবচেয়ে বড় ব্যপার। এই দেশে জাতিগত বিদ্বেষের কোনও জায়গা নেই। সবাই এক থাকুন। এই হিংসার প্রতিবাদে গর্জে উঠুন। সনাৎ জয়সুরিয়া বলেছেন, খুব বিরক্ত লাগছে। এই ধরণের সাম্প্রদায়িক হিংসা দেশের পক্ষে রোগ। এর জোরালো প্রতিবাদ করছি। দোষীদের কড়া শাস্তি চাই। শ্রীলঙ্কার মানুষজন যথেষ্ট বিচক্ষণ। এই কঠিন পরিস্থিতিতে সবাই একসাথে থাকুন। -ট্যুইটার থেকে