Mon. May 12th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪। বৃহস্পতিবার, ০৮ মার্চ, ২০১৮:ভারতের বিপক্ষে এখন পর্যন্ত বাংলাদেশ খেলেছে ৫ টি-টোয়েন্টি ম্যাচ। এর শেষটি ২০১৬তে টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বেঙ্গালুরুতে, যা টাইগারদের ক্রিকেট ইতিহাসে চিরদিনই আক্ষেপ হয়ে থাকবে। বিশেষ করে মাহমুদুল্লাহ রিয়াদ ও মুশফিকুর রহীমের জীবনে ম্যাচটি দাগ কেটে থাকবে সারা জীবন।

সেই ম্যাচে ভারতের বিপক্ষে জয়ের জন্য শেষ ওভারে বাংলাদেশের প্রয়োজন ছিল ১১ রান। সেই ওভারের প্রথম তিন বলে ৯ রান তুলে আগাম বিজয় উৎসবও করে ফেলেন মুশফিক। কিন্তু এর পর যা ঘটে তা গোটা বাংলাদেশকেই আক্ষেপে পুড়িয়েছে। পান্ডিয়ার বলে সীমানায় ক্যাচ দেন মুশফিক। পরের বলে ফুল টসে ক্যাচ দিলেন মাহমুদুল্লাহ। শেষ বলে ১ রান নিতে পারলেও টাই হতো ম্যাচ, গড়াতো সুপার ওভারে। কিন্তু সেটিও হয়নি, ১ রানে হারের হতাশা নিয়ে মাঠ ছাড়ে দল।

অথচ সেই ম্যাচের জয়ের নায়ক হতে পারতেন বর্তমান টাইগারদের ভারপ্রাপ্ত দলপতি মাহমুদুল্লাহ। প্রায় দুই বছর পর ফের ভারতের মুখোমুখি হয়ে নিশ্চয় স্মৃতিতে সেই যন্ত্রণাময় ম্যাচটি ভেসে উঠেছে তার! কিন্তু মাহমুদুল্লাহ জানিয়ে দিলেন সেদিনের স্মৃতি মাথায় নিয়ে তিনি বসে নেই। তিনি বলেন, ‘বেঙ্গালুরুর ম্যাচ সেখানেই শেষ। সেখানেই থমকে আছে। ক্রিকেটে দুর্ঘটনা হতেই পারে। ওটা নিয়ে বসে থাকলে চলবে না। তবে ওখান থেকে শেখাটা জরুরি। শিখতে পারলে কাজে দেবে।’

সেই ম্যাচের আক্ষেপে নিজেরা না পুড়লেও সারাদেশের ক্রিকেটভক্তরা হতাশ হয়েছিল। অনেকদিন জয়োল্লাস থেকে বঞ্চিত দেশের ক্রিকেট ভক্তদের একটা জয় উপহার দিতে চাইবে টাইগাররা।

অন্যদিকে সিরিজে শ্রীলঙ্কার বিপক্ষে ভারতের শুরুটা হয়েছে বাজে হার দিয়ে। তারাও চাইবে সিরিজে নিজেদের আসল রুপে ফিরতে। বাংলাদেশ থেকে ফিরে পাওয়া আত্মবিশ্বাসটা নিজ মাটিতেও ধরে রেখেছে লঙ্কানরা্রে