Sun. Oct 12th, 2025
Advertisements

খােলা বাজার২৪। শুক্রবার, ০৯ মার্চ, ২০১৮:  ভারতের ক্রিকেটার মোহাম্মদ সামির বিরুদ্ধে কলকাতা পুলিশকে লিখিত অভিযোগ জানালেন হাসিন জাহান। তার বিরুদ্ধে গার্হস্থ্য হিংসা ও বিশ্বাসভঙ্গের অভিযোগ এনেছেন তিনি। একইসঙ্গে বলেছেন, সামি চেয়েছিলেন বলিউডের এক নায়িকাকে বিয়ে করতে।

কলকাতার যুগ্ম পুলিশ কমিশনার (অপরাধ) প্রবীণ ত্রিপাঠীর হাতে তাঁর অভিযোগপত্রটি তুলে দেন হাসিন। ত্রিপাঠি জানিয়েছেন, এটি এফআইআর হিসেবে বিবেচিত হবে। সামির বিরুদ্ধে ৩০৭, ৩৭৬, ৩২৮ ও ৪৯৮এ-র মত জামিন অযোগ্য ধারায় মামলা রুজু হয়েছে।

হাসিন অভিযোগ করেছেন, সামি ও তাঁর পরিবারের সদস্যরা ডিভোর্সের জন্য তাঁকে চাপ দেন, কারণ তাঁরা চেয়েছিলেন সামির আর একবার বিয়ে দিতে। সামির ইচ্ছে ছিল এক কোটিপতি বলিউড নায়িকাকে বিয়ে করার। পাকিস্তানের এক মহিলার সঙ্গেও তাঁর সম্পর্ক রয়েছে।

হাসিন বলেছেন, বিয়ে বাঁচিয়ে রাখার আপ্রাণ চেষ্টা করেন তিনি কিন্তু জানতে পারেন, তাঁর স্বামী ওই পাকিস্তানি মহিলাকে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছেন ও তাঁকে রক্ষিতা হিসেবে থাকতে হবে, তখন সামির সঙ্গে তাঁর প্রচণ্ড ঝগড়া হয়। এরপরই সব গোপন কথা জনসমক্ষে আনার সিদ্ধান্ত নেন তিনি।

যখন তিনি সামিদের গ্রামের বাড়ি যান, তখন তাঁর ভাইয়ের সঙ্গে যৌন সম্পর্ক তৈরিতে তাঁকে জোর করেন সামি। খাবারে ঘুমের বড়ি মিশিয়ে শ্বশুরবাড়ির লোক তাঁকে খুনের চেষ্টা করে বলেও তাঁর অভিযোগ। কিন্তু তিনি পালিয়ে যান ও নিরাপদে ফিরে আসেন কলকাতায়।

যদিও সব অভিযোগ অস্বীকার করে সামি বলেছেন, তাঁর কেরিয়ার নষ্ট করার ষড়যন্ত্র হচ্ছে, স্ত্রীর অভিযোগের সঠিক তদন্ত চেয়েছেন তিনি। সূত্র: এবিপি আনন্দ