Tue. Oct 14th, 2025
Advertisements

খােলা বাজার২৪। শুক্রবার, ০৯ মার্চ, ২০১৮:  ঢাকার পর্দায় একই দিনে মুক্তি পাচ্ছে অপরাহ উইনফ্রে ও জেনিফার লরেন্সের আলোচিত দুটি ছবি।

ওয়াল্ট ডিজনি পিকচার্সের ব্যানারে আজ (৯ মার্চ) আন্তর্জাতিকভাবে মুক্তি পেতে যাচ্ছে বৈজ্ঞানিক কল্পকাহিনিভিত্তিক অ্যাডভেঞ্চার সিনেমা ‘আ রিঙ্কল ইন টাইম’। যুক্তরাষ্ট্রসহ বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে একই দিনে বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সেও মুক্তি পাবে ছবিটি।

জেনিফার লি’র চিত্রনাট্যে ছবিটি পরিচালনা করেছেন আভা ডুভার্নে। অভিনয় করছেন অপরাহ উইনফ্রে, ক্রিস পাইন, রিজ উইদারস্পুন ও জ্যাক গ্যালেফিনাকিসের মতো তারকারা।
অন্যদিকে এ ছবির সঙ্গে স্টার সিনেপ্লেক্স একই দিনে মুক্তি দিচ্ছে আরেকটি আলোচিত ছবি ‘রেড স্প্যারো’।

জেসন ম্যাথিউসের ‘রেড স্প্যারো’ গ্রন্থ অনুসারে ফ্রান্সিস লরেন্স পরিচালিত এ ছবির মূল চরিত্রে অর্থাৎ গুপ্তচরের ভূমিকায় অভিনয় করেছেন জেনিফার লরেন্স। এ ছাড়া রয়েছেন জোয়েল এডগার্টন, শার্লট র‌্যামপ্লিং, জেরেমি দ, মেরি-লুইস পার্কারসহ আরও অনেকে।