Tue. Sep 16th, 2025
Advertisements


খােলা বাজার২৪।শনিবার, ১০ মার্চ, ২০১৮ঃ যুক্তরাষ্ট্র ও চীন উত্তর কোরিয়ার ওপর অবরোধের চাপ অব্যাহত রাখতে সম্মত হয়েছে। শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সন্ধ্যাকালীন এক টুইটে এ কথা জানিয়ে বলেন, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং যুক্তরাষ্ট্রেকে এ বিষয়ে সহায়তা করবেন।
ট্রাম্প উত্তর কোরিয়ার সঙ্গে এক সম্ভাব্য চুক্তির প্রশংসা করে একে সার্বিকভাবে আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য ‘অত্যন্ত শুভ’ বলে উল্লেখ করেন। খবর বার্তা সংস্থা এএফপি’র।
এর আগে মে মাসের মধ্যে উত্তর কোরীয় নেতা কিম জং উনের সঙ্গে বৈঠকের আমন্ত্রণ গ্রহণ করে ট্রাম্প বিশ্বকে চমকে দেন।
টুইট বার্তায় ট্রাম্প বলেন, ‘উত্তর কোরিয়ার সঙ্গে চুক্তিটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ হতে যাচ্ছে। যদি চুক্তিটি হয়, তবে তা বিশ্বের জন্যে অনেক ভালো হবে। বৈঠকের সময় ও স্থান এখনো নির্ধারিত হয়নি।’
হোয়াইট হাউসের পক্ষ থেকে বলা হয়েছে, দ’ুনেতোর ফোনালাপের সময় শি উত্তর কোরিয়া পরমাণু নিরস্ত্রিকরণে বাস্তবসম্মত, প্রমাণযোগ্য ও অপরিবর্তনীয় পদক্ষেপ না নেয়া পর্যন্ত দেশটির ওপর চাপ ও অবরোধ অব্যাহত রাখতে যুক্তরাষ্ট্রকে সহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন।
হোয়াইট হাউসের নারী মুখপাত্র সারাহ স্যান্ডার্স বলেন, ‘তারা পরমাণু নিরস্ত্রিকরণ এবং পরমাণু ও ক্ষেপণাস্ত্র পরীক্ষা বন্ধে একসাথে কাজ করতে সম্মত হন।’