খােলা বাজার২৪। রবিবার, ১১ মার্চ, ২০১৮ : বড় বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর মধ্যে মেধাস্বত্ত্ব নিয়ে দ্বন্দ্ব খুবই সাধারণ ঘটনা। একেক প্রতিষ্ঠান একেক প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিজেদের পেটেন্ট কপি করার অভিযোগে মামলা করে থাকে।
এবার এমনই এক মামলা করল একসময়ের শীর্ষ প্রতিষ্ঠান ব্ল্যাকবেরি। আর মামলা হয়েছে সোশ্যাল মিডিয়া জায়ান্ট ফেসবুকের বিরুদ্ধে। মঙ্গলবার ব্ল্যাকবেরি ক্যালিফোর্নিয়ায় এই মামলা দায়ের করে।
ব্ল্যাকবেরি মামলায় বলছে: ফেসবুক ও এর অধীনস্থ প্রতিষ্ঠান ইন্সটাগ্রাম, হোয়াটসঅ্যাপ ইনস্ট্যান্ট মেসেজিংয়ের অনেক পেটেন্ট তাদের যা অনুমতি না নিয়েই ব্যবহার করছে ফেসবুক এবং এর জন্য কোনো অর্থ পরিশোধ করছে না।
মামলায় আরও অভিযোগ করা হয়েছে: নিরাপত্তা, ইউজার ইন্টারফেস ও বিভিন্ন ফিচার তৈরিতে ব্ল্যাকবেরির পণ্য কাজে লাগিয়ে ব্যবসা করছে ফেসবুক।
ফেসবুকের বিরুদ্ধে পেটেন্ট লঙ্ঘনের মামলা এই প্রথম নয়। এর আগে ২০১২ সালে ফেসবুকের বিরুদ্ধে পেটেন্ট ভঙ্গের মামলা করেছিল ইন্টারনেট প্রতিষ্ঠান ইয়াহু। তথ্যসূত্র : চ্যানেল আই অনলাইন