খােলা বাজার২৪। মঙ্গলবার, ১৩ মার্চ, ২০১৮ : প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিঙ্গাপুর সফর সংক্ষিপ্ত করে আজ মঙ্গলবার দেশে ফিরছেন।পূর্ব নির্ধারিত সিডিউল অনুযায়ী আগামীকাল বুধবার তার ফেরার কথা ছিল।কিন্তু গতকাল নেপালে ইউএস-বাংলার উড়োজাহাজ বিধ্বস্ত ও প্রাণহানির ঘটনা শুনে সফর একদিন সংক্ষিপ্ত করার সিদ্ধান্ত নেন তিনি।
আজ স্থানীয় সময় বিকাল ৩টা ৫০ মিনিটে (বাংলাদেশ সময় দুপুর ১টা ৫০ মিনিট) প্রধানমন্ত্রী ও তার সফর সঙ্গীদের বহনকারী ফ্লাইটটি সিঙ্গাপুর থেকে বাংলাদেশের উদ্দেশ্যে যাত্রা শুরু করবে।সন্ধ্যা ৬টায় এটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে।