খােলা বাজার২৪। মঙ্গলবার, ১৩ মার্চ, ২০১৮ : জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় আদালত বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়কে চার মাসের অন্তর্বর্তীকালীন জামিন দেয়ায় প্রমাণিত হয়েছে দেশের বিচার বিভাগ সম্পূর্ণ স্বাধীন। বিচার বিভাগের ওপর সরকারের কোনো হস্তক্ষেপ নেই। খালেদা জিয়ার জামিন প্রসঙ্গে দেওয়া প্রতিক্রিয়ায় এমন দাবি করেছেন আওয়ামী লীগের শীর্ষ নেতারা।
আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেন, খালেদা জিয়ার জামিন আদালতের ব্যাপার, আইনি প্রক্রিয়ায় আদালত তাকে মুক্তি দিয়েছে। এখানে সরকারের কিছু করার নেই।
জানতে চাইলে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন বলেন, বিএনপির নেতারা বলতেন দেশে আইনের শাসন নেই, খালেদার জিয়ার জামিনে প্রমাণিত হলো দেশে আইনের শাসন রয়েছে এবং আইনের সঠিক প্রক্রিয়াতেই দেশের সকল কার্যক্রম চলে।
আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ বলেন, এই মামলার পেছনে সরকারের কোনো হাত নেই। এটি দুর্নীতি দমন কমিশনের করা মামলা। এমনকি দুদক যখন মামলা করে তখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায়ও ছিল না, ছিল তত্ত্বাবধায়ক সরকার। খালেদা জিয়ার জামিনে এটিই প্রমাণিত হয়েছে যে, আদালত বাংলাদেশে স্বাধীনভাবে কাজ করে। বিএনপির পক্ষ থেকে বার বার বলা হচ্ছিল আদালতের উপর সরকার হস্তক্ষেপ করছে, বিএনপি নেতাদের এমন মন্তব্য যে মিথ্যা তা প্রমাণিত হয়েছে। বাংলাদেশের সকল আদালত স্বাধীন এবং নিরপেক্ষ ভাবে কাজ করে এটি আবারও প্রমানিত হয়েছে।
তিনি আরও বলেন, বিএনপি অতিতে সহিংসতার রাজনীতি করেছে, বিশৃঙ্খলা সৃষ্টি চেষ্টা করেছে। আমরা আসা করবো ভবিষ্যতে তারা এপথে আর হাটবে না।