Mon. Oct 13th, 2025
Advertisements

খােলা বাজার২৪। বুধবার, ১৪ মার্চ, ২০১৮ :  ইংলিশ প্রিমিয়ার লিগে র্দীঘ ৬০ বছর পর কোয়ার্টার-ফাইনালে উঠেছে সেভিয়া। মঙ্গলবার রাতে ম্যানচেস্টার ইউনাইটেডকে ২-১ গোলে হারিয়েছে তারা। ইংলিশদের মাঠে এবার প্রথম জয়ের স্বাদ পেলো তারা। ইউরোপ সেরা প্রতিযোগিতায় সবশেষ ১৯৫৮ সালে কোয়ার্টার ফাইনালে উঠেছিল সেভিয়া।

ঘরের মাঠ ওল্ড ট্র্যাফোর্ডে ম্যাচের ৩৮তম মিনিটে প্রথম সুযোগটি পায় ম্যানইউ। আলেক্সিস কাছ থেকে পাওয়া বল বক্সে শট করেন মারোয়ানি ফেলাইনি। কিন্তু ঝাপিয়ে পড়ে ফেলানির শটে বাধা দেন সেভিয়া গোলরক্ষক রিকো। প্রথমার্ধে কোন দেখা পায়নি দু’দলই।

বিরতির পর শুরুতেই গোলের সুযোগ পায় সেভিয়া। তবে ডি-বক্সে ফাঁকায় বল পেয়েও গোল করতে পারেনি মিডফিল্ডার কোররেয়া। তার ঠিক চার মিনিট পরে ইংলিশ মিডফিল্ডার জেসের কোনাকুনি শট আবারও ঠেকান রিকো।

৭৪ মিনিটে উইসাম বেন ইয়াডের গোলে করে লিড পায় সেভিয়া। এর ৪ মিনিট পরই বেন ইয়াডের তার জোড়া গোল পূর্ণ করে সেভিয়াকে ০-২ ব্যবধানে এগিয়ে নেন। পরে হ্যাট্রিকেরে সুযোগ আসলেও তবে তা কাজে লাগাতে পারেননি ফরাসি এই মিডফিল্ডার।

৮৪ মিনিটের সময় রোমেলু লুকাকু একটি গোল শোধ দিয়ে ঘরের মাঠের সমর্থকদের আশার ভেলায় ভাসান। কিন্তু বাকি সময়ে আর কোনো গোল না হওয়ায় ১-২ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে সেভিয়া। গোলডটকম