Mon. Oct 13th, 2025
Advertisements

খােলা বাজার২৪। রবিবার, ১৮ মার্চ ২০১৮ : ভারতে পণ্য রফতানিতে ইরানকে দ্বৈতকর দিতে হবে না। ভারতের কেন্দ্রীয় সরকার এ সিদ্ধান্ত বাস্তবায়নে একটি সমঝোতা স্মারকে অনুমোদন দিয়েছে। ইরানের পক্ষ থেকে এ সিদ্ধান্তকে অভূতপূর্ব হিসেবে উল্লেখ করা হয়েছে।

ইকোনোমিক টাইমস এ খবর দিয়ে বলেছে, গত মাসে ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানির ভারত সফরের সময় দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকে ইরানি পণ্য রফতানিতে দ্বৈতকর প্রত্যাহারের সিদ্ধান্ত নেয়া হয়। এরপর গত বুধবার তা ভারতের মন্ত্রিপরিষদে অনুমোদন দেয়া হয়। এ সিদ্ধান্ত দুটি দেশের মধ্যে বাণিজ্য আরো বৃদ্ধি করতে সহায়ক হবে বলে মনে করছেন বিশ্লেষকরা। এছাড়া কৃষি, স্বাস্থ্য ও চিকিৎসা ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধি করতে দুটি দেশ সম্মত হয়েছে। মেহর নিউজ