Wed. May 14th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪। রবিবার, ১৮ মার্চ ২০১৮ :  সিলেটের গোলাপগঞ্জে ক্লাববাজার এলাকায় একটি বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে নারী ও শিশুসহ পাঁচজন নিহত হয়েছেন।এই ঘটনায় অগ্নিদগ্ধ হয়েছেন আরও একজন।রোববার মধ্যরাতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

নিহতরা হলেন, লয়লু মিয়ার কলোলীর ভাড়াটে বাবলু আহমদের স্ত্রী তাহমিনা বেগম (৩২), তাহমিনা-বাবলু দম্পতির ছেলে তাহসিন (২), বাবলুর কর্মচারী শেবুল (১৮), জিহাদ (২০) ও শেবু বেগম (২২)।

এ ঘটনায় দগ্ধ বাবলু আহমদকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গোলাপগঞ্জ থানার ওসি একেএম ফজলুল হক শিবলী বলেন, শনিবার দিবাগত রাত তিনটার দিকে একটি গ্যাস রাইজার থেকে আগুনের সূত্রপাত হয়।খবর পেয়ে দক্ষিণ সুরমা ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নেভানোর কাজ শুরু করে।সিলেট দমকল বাহিনীর উপ সহকারী পরিচালক দিনেমনি শর্ম্মা বলেন, আগুনে ঘটনাস্থলেই দগ্ধ হয়ে পাঁচজনের মৃত্যু হয়।এখনো উদ্ধার অভিযান অব্যাহত আছে।