Wed. Mar 12th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪। সোমবার, ১৯ মার্চ ২০১৮ : বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ২ মাস স্থগিতকরণে সরকারের ইচ্ছারই প্রতিফলন ঘটেছে। দেশবাসীর প্রত্যাশা ছিল বেগম খালেদা জিয়ার জামিনের বিষয়ে ন্যায় বিচার নিশ্চিত হবে। কিন্তু সরকারের মাস্টারপ্ল্যানের বাইরে দেশে সাংবিধানিক কোন প্রতিষ্ঠানই স্বাধীনভাবে কাজ করতে পারছে না। অনৈতিকভাবে গণতন্ত্র বিরোধী সরকার বাংলাদেশ থেকে মানুষের মৌলিক অধিকারগুলোকে হরণ করে নিচ্ছে।

নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব কথা বলেন।

তিনি বলেন, এই আদেশে সরকারের যে ইচ্ছা ছিল, সেই ইচ্ছাই প্রতিফলিত হয়েছে। দেশের মানুষের শেষ ভরসার মাধ্যম হচ্ছে উচ্চ আদালতের সুপ্রিম কোর্ট, আপিল বিভাগ। যে দিন এই দেশের প্রধান বিচারপতিকে ষোড়শ সংশোধনীর ওপরে সর্ব সম্মত পুরো আপিল বিভাগ সিদ্ধান্তের প্রেক্ষিতে ষোড়শ সংশোধনী বাতিল করা হলো। তার পরিপ্রেক্ষিতেই প্রধান বিচারপতিকে যেভাবে প্রধান বিচাপতিকে এই দেশ থেকে চলে যেতে হয়েছে বাধ্য হয়ে। সেই দিন থেকে বিচার বিভাগের স্বাধীনতা সম্পূর্ণভাবে চলে গেল। বেগম খালেদা জিয়ার রায়ের মাধ্যমে আজকে আবার প্রমাণিত হলো। সূত্র : একাত্তর টিভি