খােলা বাজার২৪। মঙ্গলবার , ২০ মার্চ ২০১৮ : এবার নারী-পুরুষ সমতার কথা বললেন সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান।
রোববার মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজে প্রচারিত ‘সিক্সটি মিনিটস’ অনুষ্ঠানে তিনি বলেন, “নারীরা পুরোপুরি পুরুষের সমান।”
অনুষ্ঠানে নারীরা পুরুষদের সমান কি-না এমন প্রশ্নের জবাবে যুবরাজ বলেন, “পুরোপুরি। আমরা সবাই মানুষ এবং নারী ও পুরুষের মধ্যে কোনো পার্থক্য নেই।”
সৌদি আরবের সমাজ ব্যবস্থার আধুনিকীকরণে ‘ভিশন ২০৩০’ প্রকল্প ঘোষণা করেছেন ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান।
কট্টর-রক্ষণশীল সৌদি আরবে নারীদের জন্য বিভিন্ন ধরনের নিষেধাজ্ঞা আরোপ করা আছে। যে কারণে আন্তর্জাতিক অঙ্গনে দেশটির সরকার কঠোরভাবে সমালোচিত।
প্রিন্স মোহাম্মদ বিন সালমান যুবরাজ হওয়ার পর সমাজ সংস্কারের অংশ হিসেবে তিনি বেশ কিছু উদ্যোগ গ্রহণ করেন।
সৌদি আরবের সমাজ ব্যবস্থার আধুনিকীকরণে তিনি ‘ভিশন ২০৩০’ প্রকল্প ঘোষণা করেছেন। যার অংশ হিসেবে এরই মধ্যে নারীদের গাড়ি চালানোর এবং স্টেডিয়ামে বসে খেলা দেখার অনুমতি দেওয়া হয়েছে।
এ বছর জুন থেকে দেশটিতে নারীরা গাড়ি চালাতে পারবেন। এছাড়া নারীদের পোশাকের ক্ষেত্রেও কড়াকড়ি শিথিল হতে শুরু করেছে।
১৯৭৯ সালের পর থেকে সৌদি সমাজে কট্টর রক্ষণশীলতা ছড়িয়ে পড়ে।
প্রিন্স মোহাম্মদ বিন সালমান বলেন, “আমরা এর শিকার হয়েছি। বিশেষ করে আমার প্রজন্মের তরুণদের এর সঙ্গে মানিয়ে নিতে অনেক ভুগতে হয়েছে।”
তবে নারীদের উপর থেকে কিছু নিষেধাজ্ঞা তুলে নেওয়া হলেও এখনো দেশটিতে তথা-কথিত ‘অভিভাবকত্ব’ প্রথা প্রচলিত আছে।
এই প্রথায় সৌদি নারীদের শিক্ষাগ্রহণ, বিদেশ ভ্রমণ অথবা বিবাহের জন্য তাদের পুরুষ অভিভাবকদের (বাবা, স্বামী অথবা ভাই) অনুমতি নিতে হয়।
কিন্তু সৌদি আরব নারীদের অধিকারের জন্য কাজ করছে উল্লেখ করে যুবরাজ সালমান জানান, সরকার নারীদের জন্য সমান মজুরি নিশ্চিত করার চেষ্টা চালাচ্ছে।
বিলাসবহুল জীবনযাপনের জন্য সৌদি যুবরাজ সমালোচিত। এ সম্পর্কে তিনি বলেন, “আমার ব্যক্তিগত খরচের কথা বলতে গেলে বলব, আমি একজন ধনী মানুষ, গরিব নই। আমি গান্ধী বা ম্যান্ডেলা নই।” সূত্র : বিডিনিউজ