খোলাবাযার২৪ : রবিবার ১৩ মে ২০১৮: ১২ মে ২০১৮ তারিখে বাংলাদেশ ব্যাংকের নেতৃত্বে দেশের সকল তফসিলি ব্যাংকের অংশগ্রহণে ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয় ‘স্কুল ব্যাংকিং কনফারেন্স ঢাকা ২০১৮’। কনফারেন্সে ঢাকা জেলার ৬০ টি বিদ্যালয়ের ৬০০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। স্কুলগামী শিক্ষার্থীদের মধ্যে সঞ্চয়ের মানসিকতা সৃষ্টি করে তাদের ব্যাংকে ‘স্কুল ব্যাংকিং হিসাব’ খুলে সঞ্চয়ে উদ্বুদ্ধ করার লক্ষ্যে আয়োজন করা হয় ‘স্কুল ব্যাংকিং কনফারেন্স ঢাকা ২০১৮’।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের সম্মানিত ডেপুটি গভর্নর জনাব আবু হেনা মোহা: রাজী হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব জনাব সফিউদ্দিন আহমেদ, বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক জনাব মো: আবদুর রহিম, রূপালী ব্যাংক লি: এর ব্যবস্থাপনা পরিচালক জনাব মো: আতাউর রহমান প্রধান, ব্যাংক এশিয়া লি: এর ব্যবস্থাপনা পরিচালক এবং এসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ এর সাধারণ সম্পাদক জনাব মো: আরফান আলী । অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইনক্লুশন ডিপার্টমেন্টের মহাব্যবস্থাপক জনাব মো: আবুল বশর।
প্রধান অতিথি বলেন, ফাইন্যান্সিয়াল ইনক্লুশন কার্যক্রমের আওতায় বাংলাদেশ ব্যাংকের গৃহীত নানাবিধ পদক্ষেপের মধ্যে একটি উল্লেখযোগ্য পদক্ষেপ হলো ‘স্কুল ব্যাংকিং’। এর মাধ্যমে অল্প বয়স হতে শিক্ষার্থীদের মধ্যে সঞ্চয়ের মানসিকতা গড়ে তোলা সম্ভব হচ্ছে। বর্তমানে স্কুল ব্যাংকিং হিসাব সংখ্যা প্রায় ১৫ লক্ষ এবং জমার পরিমাণ প্রায় ১৪০০ কোটি টাকা। শিক্ষার্র্থীদের এই ক্ষুদ্র ক্ষুদ্র জমা আজ দেশের জাতীয় অর্থনীতিতে অবদান রাখছে। আজকের এই কনফারেন্সের মাধ্যমে আমরা সকলকে এ বিষয়ে জানাতে চাই এবং আরও বিপুল সংখ্যক শিক্ষার্থীকে স্কুল ব্যাংকিং কার্যক্রমের আওতায় নিয়ে আসতে চাই।
অনুষ্ঠানে শিক্ষার্র্থীদের সম্মুখে বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইনক্লুশন ডিপার্টমেন্টের উপপরিচালক জনাব ইন্দ্রাণী হক আর্থিক শিক্ষা/ ফাইন্যান্সিয়াল লিটারেসি বিষয়ে একটি প্রেজেন্টেশন উপস্থাপন করেন। এর মাধ্যমে শিক্ষার্থীদের সম্মুখে সঞ্চয়ের উপকারিতার বিভিন্ন দিক তুলে ধরা হয়। ফাইন্যান্সিয়াল ইনক্লুশন ডিপার্টমেন্টের যুগ্ম পরিচালক জনাব গোলাম মহিউদ্দীন এর সঞ্চালনায় আর্থিক শিক্ষা বিষয়ে মনোমুগ্ধকর কুইজ প্রতিযোগিতার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।
সবশেষে অনুষ্ঠানের প্রধান অতিথি সহ অন্যান্য অতিথিগণ কর্তৃক কুইজে বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণ করার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।