Mon. May 12th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements


খোলাবাজার২৪ঃ বৃহস্পতিবার ১৭মে, ২০১৮ঃ  ২০১৮ সালের এসএসসি ও সমমানের পরীক্ষায় জয়পুরহাট সদর উপজেলার ২৯টি বেসকারি মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসা থেকে ১৮৫ জন জিপিএ-৫ প্রাপ্ত ছাত্রছাত্রীদের বৃহস্পতিবার এক সংবর্ধনা প্রদান করা হয়।
জয়পুরহাট সদরের শত বছরের ঐতিহ্যবাহী স্কুল খনজনপুর উচ্চবিদ্যালয় মাঠে এ সংবর্ধনা সভার আয়োজন করে ওই বিদ্যালয় ম্যানেজিং কমিটি। বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি প্রভাষক এ ই এম মাসুদ রেজা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আ ত ম আব্দুল্লাহেল বাকী, জয়পুরহাট পৌরসভার মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তাক, জেলা শিক্ষা অফিসার মো. ইব্রাহীম খলিলুল্লাহ, মঙ্গলবাড়ি এমএম ডিগ্রি কলেজের অধ্যক্ষ আফজাল হোসেন, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম, মীর মোয়াজ্জেম হোসেন, দোগাছী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আফজাল হোসেন, খনজনপুর উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিজুল হক প্রমুখ।
সদর উপজেলার মোট ১৮৫ জন জিপিএ-৫ প্রাপ্ত ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা দেওয়া হয়। সংবর্ধনা সভায় বক্তারা এসএসসি পরীক্ষায় এবার রাজশাহী বোর্ডে জয়পুরহাট সবচাইতে ভালো ফলাফল করায় জেলার সকল ছাত্র-ছাত্রী, শিক্ষক ও অভিভাবকদের অভিনন্দন জানান।