Mon. May 12th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

 

খােলা বাজার২৪। রবিবার,১৭ জুন ২০১৮ :  এবার ঈদের দিন হাসপাতালে থেকেছেন চিত্রনায়িকা পরীমনি। জানা গেছে, গতকাল শনিবার তিনি বাসায় অসুস্থতা বোধ করছিলেন। তাই সকালে তাঁকে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতাল থেকে জানানো হয়, আজ রোববার সকাল ৮টা ৪০ মিনিটে হাসপাতাল থেকে বাসায় ফিরে গেছেন পরীমনি। অ্যাপোলো হাসপাতালে তিনি ডা. তামজিদ আহমেদের তত্ত্বাবধানে চিকিৎসাধীন ছিলেন।

পরীমনির কী হয়েছিল? এ ব্যাপারে নাম প্রকাশ না করার শর্তে অ্যাপোলো হাসপাতালের সংশ্লিষ্ট একজন কর্মকর্তা বলেন, ‘তেমন গুরুতর কিছু নয়। উদ্বেগ, উৎকণ্ঠা, বিষণ্নতা—এই আরকি। খাবার খাওয়া থেকেও হতে পারে কিংবা অন্য কিছু। হাসপাতালে ভর্তি হওয়ার কোনো প্রয়োজনীয়তা ছিল না। বাসায় থাকতে পারতেন। তারপরও তিনি হাসপাতালে চিকিৎসকদের তত্ত্বাবধানে থাকতে চেয়েছেন। তাই তাঁকে ভর্তি করে নেওয়া হয়। চিকিৎসকদের তত্ত্বাবধানে ২৪ ঘণ্টা থেকেছেন। আতঙ্কিত হওয়ার কিছু নেই। আজ সকালেই তিনি বাসায় ফিরে গেছেন।’

এদিকে পরীমনির সঙ্গে কথা বলার জন্য আজ তাঁর মুঠোফোন নম্বরে কয়েকবার যোগাযোগ করা হয়। কিন্তু তাঁকে পাওয়া যায়নি। তবে বাসায় ফিরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তিনি একটি পোস্ট দিয়েছেন। বেলা সাড়ে ১১টা নাগাদ দেওয়া এই পোস্টে তিনি লিখেছেন, ‘আল্লাহ, আমি আপনাকে ভালোবাসি। আর আমি জানি, আপনিও আমাকে অনেক ভালোবাসেন।’