Wed. Sep 17th, 2025
Advertisements


 

খােলা বাজার২৪। মঙ্গলবার ১৯ জুন ২০১৮ :  ঈদ উপলক্ষে টানা ৫ দিন বন্ধ থাকার পর আজ থেকে সাতক্ষীরার ভোমরাস্থল বন্দরের আমদানী-রপ্তানী কার্যক্রম শুরু হয়েছে। ফলে বন্দরের কর্মচাঞ্চল্য ফিরে এসেছে।
এদিকে পণ্য বাহী ভারতীয় ট্রাক ভোমরা স্থল বন্দরে প্রবেশ করতে শুরু করেছে।
ভোমরা স্থল বন্দর শুল্ক স্টেশনের ডেপুটি কমিশনার রেজাউল হক জানান, টানা ৫ দিন বন্ধ থাকার পর সোমবার থেকে যথারীতি শুরু হয়েছে ভোমরা স্থল বন্দরের আমদানী-রপ্তানী কার্যক্রম।
তিনি জানান, ঈদের ছুটিতে আমদানী-রপ্তানী কার্যক্রম বন্ধ থাকলেও ভোমরা ইমিগ্রেশন দিয়ে পাসপোর্ট যাত্রীরা যথারীতি যাতায়াত করেছেন