Tue. May 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

 

মিয়ানমার রোহিঙ্গা প্রত্যাবাসনের জন্য প্রস্তুত নয় : রেড ক্রস প্রধান

 খোলাবাজার২৪.সোমবার,০২ জুলাই, ২০১৮ঃ মিয়ানমারের পরিস্থিতি রোহিঙ্গা প্রত্যাবাসনের জন্য এখনও প্রস্তুত নয় বলে মন্তব্য করেছেন ইন্টারন্যাশনাল কমিটি অফ রেড ক্রসের প্রধান পিটার মাউরার। তবে তবে মিয়ানমার সরকার বলেছে, বাংলাদেশে পালিয়ে আসা সাত লাখেরও বেশি রোহিঙ্গা শরণার্থী ফিরিয়ে নিতে তারা প্রস্তুত।

রবিবার বাংলাদেশে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন রেডক্রস প্রধান। এর আগে তিনি মিয়ানমার সফর করেছেন।

কিন্তু মিয়ানমারের পরিস্থিতি উল্লেখ করে রেড ক্রস প্রধান বলেছেন, বৃহৎ পরিসরে রোহিঙ্গা শরণার্থী প্রত্যাবাসন বাস্তবায়িত না হওয়া পর্যন্ত মিয়ানমারকে অনেক কাজ করতে হবে।

এদিকে বাংলাদেশে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে সরকার ও নিরাপত্তা বাহিনীর সহযোগিতার ব্যাপারে সন্তুষ্টি প্রকাশ করেছেন রেডক্রস প্রধান