Tue. May 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements


 

খোলাবাজার২৪.রবিবার,০৮ জুলাই, ২০১৮ঃ মা হিসেবে মেয়ের জীবনের প্রথম হাঁটা দেখতে না পেরে হাউমাউ করে কেঁদেছেন যুক্তরাষ্ট্রের টেনিস তারকা সেরেনা উইলিয়ামস। দেখতে না পারার কারণ ছিলো, বর্তমানে উইম্বলডন টেনিসে অংশ নিতে লন্ডনে রয়েছেন সেরেনা। তাই দেশে পরিবারের সাথে থাকা তার প্রথম কন্যার প্রথম হাঁটা দেখতে পারেননি তিনি।
সেই আক্ষেপের কথা সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে জানালেন সেরেনা। তিনি বলেন, ‘অলিম্পিয়া যখন প্রথম হাঁটতে শুরু করলো, তখন আমি নেই তার সাথে। আমি টেনিস নিয়ে ব্যস্ত। আমার খুবই খারাপ লাগছে। এজন্য আমি কান্না করেছি।’