খোলাবাজার২৪ মঙ্গলবার ১৭ জুলাই, ২০১৮ঃ শিক্ষক-শিক্ষার্থীদের ওপর বারবার হামলাকারী চিহ্নিত সন্ত্রাসীদের বিচার, জোর-জুলুম-সন্ত্রাসমুক্ত ভয়ভীতিহীন গণতান্ত্রিক নিরাপদ বিশ্ববিদ্যালয়ের দাবিতে উপাচার্য (ভিসি) বরাবর স্মারকলিপি দিয়েছেন নিপীড়নবিরোধী শিক্ষার্থীরা। এ সময় প্রক্টোরের পদত্যাগের দাবিও জানান তারা।
মঙ্গলবার দুপুর ১টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার সামনে মানববন্ধন শেষে উপচার্যকে এ স্বারকলিপি দেন শিক্ষার্থীরা।
শিক্ষার্থীরা ১৫ জন হামলাকারীকে চিহ্নিত করে ভিসির কাছে ছবি দেন। সেইসঙ্গে তাদের স্থায়ীভাবে বহিষ্কারের দাবি জানান।