Fri. Jul 4th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements


খোলাবাজার২৪ শনিবার ২১ জুলাই, ২০১৮ :  বিএনপির নির্বাহী কমিটির সম্পাদকমণ্ডলীর সভা রোববার  ২২ জুলাই অনুষ্ঠিত হবে। নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে বিকেল ৪টায় এ বৈঠক হবে।

বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, বৈঠকটি শনিবার (২১) বিকেলে হওয়ার কথা থাকলেও একদিন পেছানো হয়েছে। রোববার বিকেলে দলীয় কার্যালয়ে এ বৈঠক হবে।

তিনি আরও বলেন, শনিবার ‍রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার গণসংবর্ধনা উপলক্ষে ওই এলাকায় ব্যাপক যানজটের কারণেই বৈঠকটি পেছানো হয়েছে।
 
দেশের সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতি, দলীয় চেয়ারপারসনের মুক্তির দাবিতে শুক্রবারের (২০ জুলাই) সফল সমাবেশের পর্যালোচনাসহ বিভিন্ন বিষয় নিয়ে ওই বৈঠকে আলোচনা হবে বলে সূত্র জানিয়েছে।