Tue. Apr 22nd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলাবাজার২৪.বৃহস্পতিবার, ০২ আগস্ট , ২০১৮ঃ মোঃরাসেল মিয়া ( নরসিংদী প্রতিনিধি) রাজধানীতে আন্দোলনরত ক্ষুদে শিক্ষার্থীদের উপর পুলিশের হামলার প্রতিবাদ এবং নিরাপদ সড়কের দাবিতে সাধারণ শিক্ষার্থীদের আন্দোলনে উত্তাল হয়ে উঠেছে নরসিংদীর ঢাকা-সিলেট মহাসড়ক ।

আজ দুপুর ১২ টার পর থেকে ঢাকা -সিলেট মহাসড়ক অবরোধ করে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা । ‘নিরাপদ সড়কের দাবিতে’ নরসিংদীতে সড়ক অবরোধ করে মানববন্ধন করেছে জেলার বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা।বৃহস্পতিবার ঢাকা-সিলেট মহাসড়কের জেলখানা মোড়ের শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে অবস্থান নেয়।এসময় শিক্ষার্থীরা নরসিংদীতে লাইসেন্স ও কাগজ না থাকায় পুলিশের মোটরসাইকেল আটকে রাখলো ।

পরবর্তীতে শিক্ষার্থীদের কাছে মাফ চেয়ে মোটরসাইকেল নিয়ে যান তিনি। বাসচাপায় ২ শিক্ষার্থী নিহতের ঘটনার প্রতিবাদ ও নৌমন্ত্রীর পদত্যাগ দাবিতে নরসিংদী ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ ও লাইসেন্স যাচাইয়ের সময় মোটরসাইকেলের কাগজ ও ড্রাইভিং লাইসেন্স দেখাতে না পারায় রাস্তায় গাড়ি আটকে দেয় শিক্ষার্থীরা। মানববন্ধনে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা বলেন,  নরসিংদীতে এ পর্যন্ত সড়ক দুর্ঘটনায় প্রায় ৩৩ জন শিক্ষার্থী প্রাণ হারিয়েছে।

শিক্ষার্থীদের এ অকাল মৃত্যুর দায় সরকারকেই নিতে হবে।এসময় তারা নৌ-পরিবহন মন্ত্রীর পদত্যাগ ও ঘাতক বাস চালকের বিচারের দাবিসহ ৯ দফা দাবি জানায়।তারা আরও জানায়, সড়কে একের পর এক মৃত্যু মেনে নেওয়া যায় না। রাস্তায় নামলেই ভয়ে থাকতে হয়। এভাবে চলতে পারে না। নিরাপদ সড়কের দাবি পূরণ না হওয়া পর্যন্ত এ আন্দোলন চলতে থাকবে ।তাদের চলাচলের জন্য অবিলম্বে নিরাপদ সড়কের ব্যবস্থা না করা হলে তারা আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।এদিকে শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে আজ দেশের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের ঘোষণা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। তবুও শিক্ষার্থীরা রাজপথে তাদের আন্দোলন চালিয়ে যাচ্ছে।এদিকে শিক্ষার্থীদের কর্মসূচির মুখে ঢাকা-সিলেট মহাসড়কে সৃষ্টি হয় তীব্র যানজট।

এতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পরে নিজ নিজ স্থানে পৌঁছাতে পারেনি সাধারণ মানুষ।উল্লেখ্য, রবিবার রাজধানীর বিমানবন্দর সড়কে বাসের চাপায় শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজের দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন ।