Thu. May 15th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

 

‘বেপরোয়া’ ছবির পোস্টার

 

খোলাবাজার২৪.বৃহস্পতিবার ০৯ আগস্ট , ২০১৮ঃ  আসছে ঈদে মুক্তি পেতে যাচ্ছে কলকাতার নির্মাতা রাজা চন্দ পরিচালিত ও জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত ‘বেপরোয়া’। এতে অভিনয় করেছেন ইয়ামিন হক ববি ও রোশান।

এরইমধ্যে প্রকাশ করা হয়েছে ছবির কয়েকটি পোস্টার। বুধবার (০৮ আগস্ট) রাতে ইউটিউবে প্রকাশ করা হয়েছে ‘বেপরোয়া’র টিজার।

এই মুহূর্তে ছবিটির গানের শুটিং চলছে। ববি-রোশান ছাড়া আরও অভিনয় করেছেন কাজী হায়াৎ, শহীদুল আলম সাচ্চু, তারিক আনাম খান, নানা শাহ, রেবেকা, কমল পাটেকরসহ অনেকে।