Thu. Nov 13th, 2025
Advertisements

খোলাবাজার২৪.শুক্রবার ১০ আগস্ট ,২০১৮ঃ ২০১৬ সালের ১০ আগস্ট এইদিনে "দৈনিক খোলা বাজার পত্রিকা ও খোলাবাজার ২৪ ডট কম অনলাইন নিউজ পোর্টাল"এর প্রকাশক মোঃ জহিরুল ইসলাম কলিম-এর বাবা আলহাজ্ব মোঃ শামসুল হক ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে…….রাজিউন)।  
আলহাজ্ব শামসুল হক-এর দ্বিতীয় মৃত্যু বার্ষিকী উপলক্ষে ঢাকা সবুজবাগ মধ্য বাসাবো ইস্টার্ন হাউজিং ছায়াবীথি জামে মসজিদে ও ছায়াবীথি এতীমখানায় এতীমদের নিয়ে তার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মিলাদ মাহাফিল অনুষ্ঠিত হয়।   

দ্বিতীয় মৃত্যু বার্ষিকী উপলক্ষে তার নিজ জেলা পিরোজপুর-এর দুর্গাপুর ইউনিয়নে মসজিদে মসজিদে দোয়া ও মিলাদ মাহাফিল অনুষ্ঠিত হয়।  
আলহাজ্ব মোঃ শামসুল হক দুর্গাপুর চুঙ্গাপাশা নেছারিয়া সিনিয়র মাদ্রাসার প্রতিষ্ঠাতা ছিলেন। তিনি এলাকার বিভিন্ন উন্নয়নমূলক সামাজিক কাজে সম্পৃক্ত ছিলেন।

আজ তার দ্বিতীয় মৃত্যু বার্ষিকীতে আগত স্থানীয় সকল আত্মীয়-স্বজন ও শুভাকাংখীরা উপস্থিত থেকে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে বিশেষভাবে দোয়া করেন।