Fri. Nov 14th, 2025
Advertisements

 

খোলাবাজার২৪.শনিবার ১১ আগস্ট ,২০১৮ঃ শর্ত দিয়ে বিএনপির সঙ্গে কোনো আলোচনা হতে পারে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
শনিবার সকালে রাজধানীর কাওলায় এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণকাজ পরিদর্শন করে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
 
ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ ফোন করলে আলোচনা হবে, এমন শর্ত দিয়ে আলোচনা হতে পারে না। শর্ত দিয়ে নয়, বিএনপির সঙ্গে শর্তহীন আলোচনা হতে পারে। 
তিনি বলেন, নয় বছরের নয়টা মিনিট রাস্তায় দাঁড়াতে পারেনি বিএনপি। আন্দোলন করতে পারেনি। কোটার ওপর ভর করে থাকতে পারেনি, ছাত্রছাত্রীদের ওপর ভর করে থাকতে পারেনি, নিরাপদ সড়কের ওপর ভর সেখানেও ব্যর্থ, অবশেষে বিদেশিদের কাছে নালিশ করা শুরু করেছে।