Wed. Sep 17th, 2025
Advertisements


খোলাবাজার২৪. রবিবার ১২ আগস্ট ,২০১৮ঃ   টেলিভিশন খুললেই কোনো না কোনো চ্যানেলে তাঁকে পাওয়া যাবেই। আসছে ঈদে অন্তত দুই ডজন নাটকে দেখা যাবে তাঁকে। কাজের পাশাপাশি এ অভিনয়শিল্পীর রয়েছে সাংগঠনিক ব্যস্ততা।  

পারিপার্শ্বিক অস্থিরতা স্পর্শ করেছে টেলিভিশনের অভিনয়শিল্পী উর্মিলা শ্রাবন্তী করকে। তিনি মনে করেন, এসব চলতেই থাকবে। এর মধ্যেই নিজেকে মানিয়ে নিতে হবে। এখনকার প্রজন্ম এত অস্থির যে তাদের পরিবর্তনগুলো হয় দ্রুত। এখনকার প্রজন্মের প্রেমগুলো দ্রুত ভেঙে যায়, কারণ এগুলো সত্যিকারের ভালোবাসা নয়। নিজেকে এই অস্থির প্রজন্মের প্রতিনিধি দাবি করে শ্রাবন্তী বলেন, ‘বাবা-মা ছাড়া কারও কাছ থেকেই নিঃস্বার্থ ভালোবাস পাওয়া যায় না।

অনেক নাটক করলেন, সিনেমা করবেন কবে? জানতে চাইলে উর্মিলা বলেন, ‘করতে হবে বলে সিনেমা করব, তা নয়। বড় পর্দায় কাজ করতে কার না ইচ্ছে করে? কিন্তু পরিচালক, গল্প সবকিছু ভালো হতে হবে। কথা হয় অনেকের সঙ্গেই, কিন্তু শেষ পর্যন্ত মনের মতো হয় না।

এত কাজের মধ্যে উল্লেখযোগ্য কাজের ব্যাপারে জানতে চাইলে উর্মিলা বলেন, ‘সোহেল আরমান ভাই অনেক দিন পর অভিনয় করছেন। তার বিপরীতে একটা নাটকে কাজ করছি। আর জাহিদ ভাইয়ের সঙ্গে বেশ কিছু কাজ করেছি।

ঈদের চতুর্থ দিন রাত ৮টা ৩০ মিনিটে এটিএন বাংলায় দেখানো হবে উর্মিলা অভিনীত নাটক ‘নার্ভাস ব্রেকডাউন’। কমেডিধর্মী এ নাটকে উর্মিলা অভিনয় করেছেন জাহিদ হাসানের সঙ্গে। নাটকটির পরিচালকও জাহিদ হাসান।