Fri. Sep 19th, 2025
Advertisements


খোলাবাজার২৪. মঙ্গলবার ১৪ আগস্ট ,২০১৮ঃ  সাবেক আর্জেন্টাইন সতীর্থ লিওনেল মেসির সাথে আবারো মাঠে দেখা হচ্ছে কার্লোস তেভেজের। ক্যাম্প ন্যুতে ইয়োন গাম্পার ট্রফিতে বোকা জুনিয়র্স ও বার্সেলোনার মধ্যকার ম্যাচের মাধ্যমে জাতীয় দলের সাবেক দুই সতীর্থের সাক্ষাত হচ্ছে।

৩৪ বছর বয়সী তেভেজ জাতীয় দলের হয়ে ৭৬টি ম্যাচে অংশ নিয়েছেন। পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী মেসির সাথে তেভেজ বেশ কয়েকবছর জাতীয় দলে খেলেছেন। বুধবার প্রীতি ম্যাচটিতে আর্জেন্টাইন জায়ান্টদের হয়ে খেলতে নামবেন তেভেজ। আর সেই ম্যাচেই প্রতিপক্ষ হিসেবে থাকবে লা লিগা চ্যাম্পিয়ন বার্সেলোনা।

এ প্রসঙ্গে তেভেজ বলেছেন, ‘তার সাথে খেলা সবসময়ই বিশেষ কিছু। তার সাথে একসাথে খেলার সময়টা আমি সবসময়ই উপভোগ করেছি। আবারো সেই সুযোগ পেয়ে আমি সত্যিই খুশী।’