Wed. May 7th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলাবাজার২৪.রবিবার ১৯ আগস্ট ,২০১৮ঃ গতকাল বিএনপির কেন্দ্রের নির্দেশে আদিষ্ট হয়ে পিরোজপুর জেলা কমিটির সভাপতি ও সাধারন সম্পাদককে গত ১৭ আগস্ট ২০১৮ তারিখ বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে ডেকে নিয়ে গত ১১ জুলাই২০১৮ তারিখে গঠিত কমিটি বাতিল পূর্বক ১০৬ বছর বয়সী জনাব দিলওয়ার মুন্সী কে সভাপতি ও জনাব রুহুল আমিন দুলাল কে সাধারন সম্পাদক করে নতুন কমিটি ঘোষনায় মঠবাড়িয়া উপজেলা কমিটি দেওয়ায় প্রতিবাদ। 

কেএম হমায়ুন কবীরকে সাধারন সম্পাদক হতে বাদ দেয়ার প্রতিবাদে গতকাল বিকাল ৪ টায় মঠবাড়িয়া উপজেলা ও পৌর বিএনপি ও তার অংগদলসমূহের উদ্যোগে পৌর বিএনপির সভাপতি জনাব আ,ম,ইউসুফুজ্জামান আকনের সভাপতিত্বে কেএম সুপার মার্কেটের দ্বিতীয় তলায় এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

এ সভায় বক্তব্য রাখেন মঠবাড়িয়া পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি জনাব ফয়েজ আহম্মেদ খোকন,মঠবাড়িয়া উপজেলা বিএনপির সাবেক সহসাংগঠনিক সম্পাদক জনাব মাহাবুব কবীর মনির,জেলাস্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহবায়ক জনাব সোয়েব শামস শওকত,উপজেলা মৎস্যজীবীদলের সভাপতি জনাব মোসলেহ উদৃদিন বাবুল মৃধা,পৌর বিএনপির সাবেক যুগ্ম সাধারন সম্পাদক জনাব জাকির মল্লিক,পৌর বিএনপির সাবেক আহবায়ক জনাব জাহাংগীর কবীর কমিশনার,জনাব সরোয়ার হোসেন ছগির কমিশনার,সাইদুল হক বেপারী,উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আসাদুজ্জামান অপু,ছাত্রদল নেতা গোলাম সরোয়ার রন্জু, সোহেল রানা প্রমূখ।

বক্তারা বলেন, দিলওয়ার মুন্সি ও দুলালের কমিটি সময় উপযোগী হয়নি।এতে দল শক্তিশালী না হয়ে আরো ক্ষতিগ্রস্হ হবে। আন্দোলন সংগ্রাম ব্যহত হবে।তারা অভিযোগ করে বলেন, মোটা অংকের টাকার বিনিময়ে আকন কুদ্দুসের প্রোজনায় এই কমিটি দেয়া হয়েছে। নুতন এই কমিটি বিএনপি ও জনগনের কাছে কোন গ্রহনযোগ্যতা পাবে না। 

তাই অবিলম্বে এই কমিটি বাতিল করে ত্যাগী নেতাকর্মীদের দ্বারা নতুন করে কমিটি গঠন করার জন্য  বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান  তারেক রহমানের হস্তক্ষেপ কামনা করেন।