Wed. May 7th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলাবাজার২৪.রবিবার ১৯ আগস্ট ,২০১৮ঃ কোরবানির বর্জ্য ২৪ ঘণ্টার মধ্য অপসারণের নির্দেশ দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র সাঈদ খোকন। রবিবার (১৯ আগস্ট) কোরবানির বর্জ্য দ্রুত ব্যবস্থাপনার লক্ষ্যে পরিচ্ছন্নকর্মীদের সঙ্গে আয়োজিত সমন্বয় ও মতবিনিময় সভায় এই নির্দেশ দেন তিনি।

সাঈদ খোকন বলেন, ‘গত তিন বছর আমরা ঘোষণা দিয়ে বর্জ্য পরিষ্কারে সফল হয়েছি। এবারও ২৪ ঘণ্টার মধ্যে পরিষ্কার করব। কোরবানির জন্য আমরা স্থান নির্ধারণ করে দিয়েছি। যারা বাড়ির আঙিনায় কোরবানি করবেন তারা বর্জ্যগুলো নিজ দায়িত্বে করপোরেশনের কন্টিনারে দেবেন। রক্ত ধুয়ে দেবেন।’

ঢাকা দক্ষিণ সিটির মেয়র বলেন, ‘ঢাকায় ঈদের পর দুই দিন পর্যন্ত কোরবানি হয়। সে বর্জ্যগুলোও যেন দ্রুত পরিষ্কার হয়, আমরা তার ব্যবস্থা করেছি। প্রায় দুই লাখ ব্যাগ নগরীর নাগরিকদের দেয়া হবে। যারা পাবেন না তারা কাউন্সিলর অফিস কিংবা আঞ্চলিক অফিস থেকে বিনামূল্যে তা সংগ্রহ করবেন। ব্লিচিং পাউডারও বিনামূল্যেই পাবেন।’

খোকন বলেন, ‘বৃষ্টি হলে কোরবানি না করে একটু অপেক্ষা করবেন। যদি কোনও নাগরিকের বাসার সামনে ২৪ ঘণ্টার মধ্যে বর্জ্য পরিষ্কার না হয়, তাহলে হট লাইনে (০৯৬১১০০০৯৯৯) ফোন করে জানাবেন।’

সিটি করপোরেশনের সূত্রে জানা যায়, এবার বর্জ্য ব্যবস্থাপনায় ডিএসসিসির পাঁচ হাজার ২০০ কর্মী কাজ করবেন। ঈদের দিন দুপুর দুইটায় মেয়র পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করবেন। এরপর থেকে শুরু হবে কোরবানি বর্জ্য অপসারণের কাজ। বর্জ্য অপসারণের পাশাপাশি পানি ছিটিয়ে রক্ত ধুয়ে দেওয়া হবে।

সভায় আরও বক্তব্য দেন ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা খান মোহাম্মদ বিলাল, প্রধান বর্জ্য ব্যবস্থাপক এয়ার কমডোর জাহিদ হোসেন, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা শেখ সালাহ উদ্দিন প্রমুখ।