Wed. Sep 3rd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements


খোলাবাজার২৪. মঙ্গলবার ,০৪ সেপ্টেম্বর ২০১৮ : উবারমটো চালকদের প্রশিক্ষণ ও হেলমেট দেওয়ার ঘোষণা করেছে অ্যাপভিত্তিক পরিবহন সেবা উবার। 

আজ উবারের পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশে উবারমটোর চালকদের তিন হাজার সেফটি প্যাকস (নিরাপত্তা উপকরণ) দেবে তারা। এতে দুটি হেলমেট, বাতাস প্রতিরোধক নিরাপত্তা জ্যাকেট ও টি-শার্ট থাকবে। 

এ ছাড়া তারা চালকদের সড়ক নিরাপত্তার বিষয়ে প্রশিক্ষণ দেবে।

উবারের আঞ্চলিক ব্যবস্থাপক প্রভজিৎ সিংয়ের বরাতে বিজ্ঞপ্তিতে জানানো হয়, উবারে যাত্রী ও চালকদের নিরাপত্তার বিষয়টি প্রাধান্য দেওয়া হয়। বৈশ্বিক গবেষণা ও পণ্য সুবিধা ব্যবহার করে স্থানীয় সমস্যা সমাধানে প্রতিশ্রুতিবদ্ধ।