Fri. Sep 12th, 2025
Advertisements

খোলাবাজার২৪. বৃহস্পতিবার ,০৬ সেপ্টেম্বর ২০১৮ : যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরীকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সানারপাড় নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। 

 

রাজধানীর মিরপুর মডেল থানায় দুলাল নামে এক ব্যক্তির দায়ের করা চাঁদাবাজির মামলায় তাকে গ্রেফতার করা হয়।

 

মিরপুর মডেল থানার ডিউটি অফিসার এএসআই রিয়াজুল ইসলাম জানান, দুলাল নামের এক ব্যক্তি থানায় চাঁদাবাজির অভিযোগ এনে মামলা করেছেন। ওই মামলায় বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরীকে গ্রেফতার করে থানায় আনা হয়েছে।