Fri. Sep 12th, 2025
Advertisements


খোলা বাজার ২৪. সোমবার ,১০ সেপ্টেম্বর ২০১৮: ‘ক্যাপ্টেন মার্ভেল’ হবে মার্ভেল কমিকসের নারী সুপারহিরোকেন্দ্রিক প্রথম ছবি। সেখানে ‘ক্যাপ্টেন মার্ভেল’ হিসেবে দেখা যাবে ব্রি লারসনকে। কিছুদিন আগেই প্রকাশিত হলো ছবির প্রথম ঝলক (ফার্স্ট লুক)। আর ব্রি লারসনেরই কিনা মনে হয়েছিল, মারদাঙ্গা এই ছবিতে তাঁকে বাছাই করা ছিল মারভেলের বড় ভুল!

অবশ্য কথাটার ব্যাখ্যাও দিয়েছেন ব্রি। তিনি বলেন, ‘এই ছবি করার আগে আমার হাঁপানি ছিল। আমি খুবই অন্তর্মুখী (ইন্ট্রোভার্ট) ছিলাম। তারা যখন আমাকে পছন্দ করে, আমি সত্যিই ভেবেছিলাম একটি অ্যাকশন ছবির জন্য আমি খুবই খারাপ পছন্দ। আমি জানতাম না যে আমার মধ্যেও কিয়ানু রিভসের (হলিউড নায়ক) বৈশিষ্ট্য বাস করে!’

ব্যক্তিগত কিছু কারণও ছিল। ব্রি বলেন, ‘আমি এমন চরিত্রে (সুপারহিরো) নিজেকে কখনোই দেখতে চাইনি। আমি আড়ালে থাকতে ভালোবাসি। চরিত্রের মধ্যে হারিয়ে যেতে পছন্দ করি।

সে যা-ই হোক, ব্রি লারসনকে এখন মার্ভেলের এই চরিত্রে রুপালি পর্দায় দেখা যাবে, এটা নিশ্চিত। চরিত্রটি ঘিরেই তাঁর চিন্তাভাবনা। চরিত্রটির প্রশংসা করেছেন ‘নারীশক্তির প্রতীক’ বলে। এ বছরের জুলাই মাসে শেষ হয়েছে ছবির শুটিং। আগামী বছরের মার্চ মাসে মুক্তি পাবে ছবিটি।