Fri. Sep 12th, 2025
Advertisements

চকরিয়ায় বাস-লেগুনা সংঘর্ষে নিহত ৬

খোলা বাজার ২৪. মঙ্গলবার ,১১ সেপ্টেম্বর ২০১৮: কক্সবাবাজারের চকরিয়া উপজেলায় বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে ছয়জন নিহত হয়েছেন। মঙ্গলবার বেলা ১১টার দিকে বড়ইতলী রাস্তারমাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। হতাহতরা সবাই লেগুনার যাত্রী।

 

জানা গেছে, ঢাকাগামী স্টার লাইনের একটি যাত্রীবাহী বাস ঘটনাস্থলে পৌঁছালে ওই লেগুনার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে লেগুনার চালকসহ চারজন ঘটনাস্থলেই মারা যান। আহত অবস্থায় কয়েকজনকে হাসপাতালে নেয়া হলে সেখানে আরো দুইজনের মৃত্যু হয়।

 

পুলিশ এ খবর নিশ্চিত করলেও হতাহতদের পরিচয় জানাতে পারেনি। নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।