Tue. Sep 16th, 2025
Advertisements

খোলা বাজার ২৪. বৃহস্পতবার ,১৩ সেপ্টেম্বর ২০১৮:  সেপ্টেম্বর ১২, ২০১৮ তারিখে সাতক্ষীরা জেলার শ্যামনগরের নুরনগর বাজারে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেডের এজেন্ট ব্যাংকিং আউটলেট এর শুভ উদ্বোধন করা হয়েছে। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক জনাব সৈয়দ ওয়াসেক মোঃ আলী উক্ত এজেন্ট ব্যাংকিং আউটলেট-এর উদ্বোধন করেন।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ব্যাংকের  উপ-ব্যবস্থাপনা পরিচালক জনাব মোঃ মোস্তফা খায়ের, খুলনার আঞ্চলিক প্রধান জনাব মোঃ আব্দুর রশিদ, অলটারনেটিভ ডেলিভারী চ্যানেল ডিভিশনের প্রধান জনাব মোঃ আলী নাহিদ খান ও ভিপি জনাব মোঃ ফরিদুর রহমান জালাল, শ্যামনগর শাখার ব্যবস্থাপক জনাব মোঃ আসাদুজ্জামান গোলদার, ৪ নং নুরনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ বখতিয়ার আহমেদ ও এজেন্ট মেসার্স এহসান এন্টারপ্রাইজ-এর স্বত্তাধিকারী মোঃ রমিজুল এহসান। অনুষ্ঠান উপলক্ষে এক দোয়া মাহ্ফিলের আয়োজন করা হয়।