Sun. Sep 14th, 2025
Advertisements

খোলা বাজার ২৪. রবিবার ,১৬ সেপ্টেম্বর ২০১৮:   ফিলিপাইনে ঘূর্ণিঝড় ম্যাংখুতের আঘাতে অন্তত ২৫ জন প্রাণ হারিয়েছেন। শনিবার দেশটিতে আঘাত হানে এই ‘সুপার টাইফুন’। সেখানে তাণ্ডবলীলা শেষে এখন চীনের দিকে এগিয়ে যাচ্ছে শক্তিশালী এই ঘূর্ণিঝড়।

স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, প্রাণহানীর পাশাপাশি ম্যাংখুতের আঘাতে অবকাঠামোগত ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হয়েছে ফিলিপাইন। তবে এখনো ক্ষয়ক্ষতি সম্বন্ধে পরিষ্কার ধারণা পাওয়া যায়নি। রাস্তা বন্ধ থাকায় ও যোগাযোগের মাধ্যমগুলো নিষ্ক্রিয় হয়ে পড়ায় গ্রামীণ এলাকাগুলোতে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সে বিষয়ে সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি।

ঘণ্টায় ১৪৫ কিলোমিটার গতিবেগ নিয়ে চীনের দিকে এগুচ্ছে ম্যাংখুত

বিবিসি’র প্রতিবেদন বলা হয়েছে, ম্যাংখুতের প্রভাবে ফিলিপাইনের কাগায়ান প্রদেশে শস্যের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। প্রদেশটি ফিলিপাইনের কৃষি পণ্যের প্রধান উৎপাদনস্থলগুলোর একটি। বর্তমানে ঝড়টি ব্যাপক গতিতে চীনের দিকে এগিয়ে যাচ্ছে। চীন ছাড়া হংকংয়ের জন্যও ব্যাপক হুমকি হিসেবে দেখা দিয়েছে ঝড়টি। সেখানে লোকজনকে উচ্চ সতর্কতায় থাকার আহবান জানানো হয়েছে। 

চীনের দিকে ঘণ্টায় ১৪৫ কিলোমিটার গতিবেগ নিয়ে এগুচ্ছে ম্যাংখুত। তবে ধারণা করা হচ্ছে, পথিমধ্যে আবারো শক্তিশালী হয়ে একটি ‘সুপার টাইফুনে’ পরিণত হবে ঝড়টি। -বিবিসি