Sun. Sep 21st, 2025
Advertisements

খোলা বাজার ২৪. মঙ্গলবার ,১৮ সেপ্টেম্বর ২০১৮:  মোঃরাসেল মিয়াঃনরসিংদীপ্রনতিনিধিঃ নরসিংদীর রায়পুরা থেকে পাঁচ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ সোহাগ মিয়া (৩৩) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। 

গত কাল সোমবার রাত ৮টার দিকে রায়পুরার মেথিকান্দার শীতলাবাড়ি সড়ক থেকে তাকে গ্রেফতার করা হয়। জেলা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক মোস্তাক আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

সোহাগ ভৈরব উপজেলার কমলপুর পশ্চিম পাড়া গ্রামের ইদ্রিস মিয়ার ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে উপপরিদর্শক মোস্তাক আহমেদ ও মোতাহার আলী অভিযান চালিয়ে সোহাগকে গ্রেফতার করে। এসময় তার সঙ্গে থাকা শপিং ব্যাগ তল্লাশি করে পাঁচ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। সে নরসিংদী ও কিশোরগঞ্জ জেলাসহ বিভিন্ন জেলায় মাদক সরবরাহ করে থাকে। 
তার বিরুদ্ধে কক্সবাজারসহ অন্যান্য জেলায় একাধিক মাদক মামলা রয়েছে।