Mon. Sep 22nd, 2025
Advertisements


খোলা বাজার ২৪. মঙ্গলবার ,১৮ সেপ্টেম্বর ২০১৮:  সানি লিওনের সঙ্গে তুলনা করা হলো বাংলাদেশের আলোচিত মডেল-অভিনেত্রী নায়লা নাঈমের। আর সেটা করেছে ভারতের সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া।  ১ মিনিট ১৭ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করা হয়েছে, যেখানে নায়লা নাঈম ও সানি লিওনের আবেদনময়ী ছবিগুলো স্থান পায়। পুরো ছবির কোলাজ ভিডিওর সঙ্গে ক্যাপশন জুড়ে দেওয়া হয়। আর প্রতিবেদনে বলা হয়, ‘বাংলাদেশি সানি লিওন’ নায়লা নাঈমের প্রচুর ভক্ত ও অনুসারী আছে। তার জনপ্রিয়তা অনেক। নয় বছর ধরে মডেলিং জগতের সঙ্গে যুক্ত নায়লা নাঈম। ২০১৩ সালে গ্রামীণফোনের বিজ্ঞাপনচিত্রে মডেল হিসেবে কাজ করার মাধ্যমে আলোচনায় আসেন। পাশাপাশি ভার্চুয়াল জগতে বোল্ড ছবি প্রকাশ করে আলোচনায় আসেন তিনি।

মডেলিংয়ের পাশাপাশি চলচ্চিত্রেও অভিনয় করেছেন নায়লা নাঈম। কাজ করেছেন গানের ভিডিওতে। ঢাকার একটি বেসরকারি ডেন্টাল কলেজ থেকে ২০১২ সালে স্নাতক  শেষ করেছেন। এরপর নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়  থেকে পাবলিক হেলথ বিষয়ে স্নাতকোত্তর সম্পন্ন করেন। ঢাকার দুটি চেম্বারে নিয়মিত রোগী দেখেন আলোচিত এই মডেল।