Mon. Sep 15th, 2025
Advertisements


খোলা বাজার ২৪. মঙ্গলবার ,১৮ সেপ্টেম্বর ২০১৮: প্রশাসনের পাঁচ কর্মকর্তাকে পদোন্নতি দিয়ে সচিব করা হয়েছে। আজ মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক আদেশে এই পাঁচ কর্মকর্তার পদোন্নতির বিষয়টি জানানো হয়।

পদোন্নতি পাওয়া সচিবরা হলেন- পানি সম্পদ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব কবির বিন আনোয়ার, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মো. মহিবুল হক, জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন একাডেমির মহাপরিচালক (ভারপ্রাপ্ত সচিব) মো. কামাল উদ্দিন তালুকদার, বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত সচিব) মো.আকরাম-আল-হোসেন ও বিসিএস প্রশাসন একাডেমির রেক্টর (ভারপ্রাপ্ত সচিব) মো. মোশারফ হোসেন। এই পাঁচ অতিরিক্ত সচিব ভারপ্রাপ্ত সচিব পদমর্যাদায় দায়িত্ব পালন করছিলেন।

উল্লেখ্য, বর্তমানে প্রশাসনে সচিব, ভারপ্রাপ্ত সচিব এবং সচিব পদমর্যাদার ৭৬ জন কর্মকর্তা রয়েছেন।