Tue. Apr 22nd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements


খোলা বাজার ২৪. বুধবার ,১৯ সেপ্টেম্বর ২০১৮:   তিন তালাককে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য করে একটি অধ্যাদেশ অনুমোদন করেছে ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভা৷

আজ বুধবার ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভায় অধ্যাদেশটি অনুমোদন পায় বলে টাইমস অব ইন্ডিয়া অনলাইনের প্রতিবেদনে জানানো হয়।

অধ্যাদেশটি অনুমোদন পাওয়ার তথ্য নিশ্চিত করেছেন দেশটির কেন্দ্রীয় সরকারের আইন ও বিচারবিষয়ক মন্ত্রী রবি শংকর প্রসাদ।

গত বছরের আগস্টে ভারতের সুপ্রিম কোর্ট এক রায়ে তাৎক্ষণিক তিন তালাককে অবৈধ ও অসাংবিধানিক ঘোষণা করেন। তারপরও দেশটিতে তিন তালাকের চর্চা চলে আসছিল বলে জানান রবি শংকর প্রসাদ। 

কেন্দ্রীয় সরকার এ-সংক্রান্ত বিল দেশটির পার্লামেন্টে পাস করাতে ব্যর্থ হয়।

মুসলিম নারী (বিয়ের ওপর অধিকার সুরক্ষা) বিল ২০১৭ লোকসভায় পাস হলেও তা রাজ্যসভায় আটকে যায়। কারণ, রাজ্যসভায় সরকারি দলের সংখ্যাগরিষ্ঠতা নেই। এ প্রসঙ্গে রবি শংকর প্রসাদ বলেন, কংগ্রেসের অসহযোগিতার কারণে বিলটি পার্লামেন্টে পাস করানো সম্ভব হয়নি।

পার্লামেন্টের মাধ্যমে বিলটি আইনে পরিণত করতে ব্যর্থ হয়ে কেন্দ্রীয় সরকার তিন তালাককে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য করে অধ্যাদেশ বা নির্বাহী আদেশ অনুমোদন দিল। সরকারের এই পদক্ষেপকে মুসলিম নারীর অধিকারের পক্ষে একটা বড় বিজয় হিসেবে দেখা হচ্ছে।

অধ্যাদেশটিতে দেশটির রাষ্ট্রপতির স্বাক্ষরের পর তা কার্যকর হবে। এরপর কেউ তিন তালাক দিলে জরিমানাসহ তাঁর সর্বোচ্চ তিন বছরের কারাদণ্ড হবে।