Wed. Sep 24th, 2025
Advertisements

 

খোলা বাজার ২৪.রবিবার,২৩ সেপ্টেম্বর ২০১৮:  মৌলভীবাজারের কুলাউড়ায় যুবদল নেতা আজমল আলী শামীমকে হত্যার অভিযোগে হাতি ‘শের বাহাদুর’কে আটক করা হয়েছে। জুড়ী উপজেলার সাগরনাল ইউনিয়নের ষাড়েরগজ পাহাড়ে বিচরণকারী হাতির আক্রমণে গত বুধবার রাতে নিহত হন শামীম। তবে এ ঘটনাকে পরিকল্পিত হত্যাকাণ্ড বলে দাবি করেছে বিএনপির নেতাকর্মীরা।

কুলাউড়া রেঞ্জের ডেপুটি রেঞ্জার রিয়াজ উদ্দিন জানান, যুবদল নেতাকে হত্যার ঘটনার পর গত বৃহস্পতিবার দক্ষ মাহুতের (হাতির চালক) সহায়তায় সাগরনালের লক্ষ্মীছড়া এলাকা থেকে খ্যাপাটে শের বাহাদুরকে নিয়ন্ত্রণ করে রাঙিছড়া এলাকায় নিয়ে আসা হয়। পরে হাতির মালিক কুলাউড়া উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের সাবেক ইউপি সদস্য ফরিদ আলীর কাছে শের বাহাদুরকে হস্তান্তর করা হয়।

খ্যাপাটে শের বাহাদুরসহ অন্য একটি মাদি হাতি পাঁচ-সাত দিন ধরে বিভিন্ন জায়গায় বিচরণ করে তিনটি গাড়ি ভাঙচুরসহ ১০ জনকে আহত করে। সর্বশেষ তাদের আক্রমণের শিকার হন যুবদল নেতা শামীম।