Tue. Sep 16th, 2025
Advertisements


খোলা বাজার ২৪.সোমবার,২৪ সেপ্টেম্বর ২০১৮:  ফেসবুকে প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তির অভিযোগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মাইদুল ইসলামের বিরুদ্ধে আইসিটি আইনে করা মামলায় তার জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।

সোমবার শুনানি শেষে চট্টগ্রামের জেলা ও দায়রা জজ মো. ইসমাইল হোসেন এ আদেশ দেন।

মাইদুল ইসলামের আইনজীবী দুলাল লাল ভৌমিক গণমাধ্যমকে জানান, বিচারপতি ইনায়েতুর রহিম ও মো. মোস্তাফিজুর রহমানের দ্বৈত বেঞ্চে গত ৬ আগস্ট মাইদুল ইসলামকে আট সপ্তাহের অন্তবর্তীকালীন জামিন আদেশ দিয়ে তাকে নিম্ন আদালতে আত্মসমর্পণ করার আদেশ দিয়েছিলেন উচ্চ আদালত। আজ তার জামিন আবেদন করা হয়েছে। কিন্তু শুনানি শেষে আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করেছেন।

প্রসঙ্গত, কোটা সংস্কার আন্দোলনকারীদের পক্ষ ফেসবুকে প্রধানমন্ত্রীকে নিয়ে একটি পোস্ট দেয়ার অভিযোগে গত ২৩ জুলাই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক মাইদুল ইসলামের বিরুদ্ধে হাটহাজারী থানায় তথ্যপ্রযুক্তি আইনের ৫৭ ধারায় মামলা করেন সাবেক ছাত্রলীগ নেতা ইফতেখারুল ইসলাম আয়াজ।