খোলা বাজার ২৪.বুধবার,২৬ সেপ্টেম্বর ২০১৮: জলবায়ুর পরিবর্তনজনিত প্রভাবে দেশের ১৩ কোটি ৪০ লাখ মানুষ ক্ষতির ঝুঁকিতে রয়েছে। জলবায়ুর পরিবর্তনজনিত কারণে তাপমাত্রা বেড়ে যাওয়া ও অস্বাভাবিক বৃষ্টিপাতের কারণে দেশের কৃষি, স্বাস্থ্য ও উত্পাদনশীলতা ক্ষতির মুখে পড়ছে। তা প্রভাব ফেলতে পারে দেশের তিন চতূর্থাংশ মানুষের জীবনযাত্রায়। এর ফলে ২০৫০ সাল নাগাদ ৬ দশমিক ৭ শতাংশ জিডিপি (মোট দেশজ উত্পাদন) হারাতে হতে পারে।
বুধবার রাজধানীর একটি হোটেলে বিশ্বব্যাংক প্রকাশিত জলবায়ু বিষয়ক এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়। প্রতিবেদনটি প্রকাশ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
এ সময় ঢাকা সফররত বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট হার্টউয়িগ শেফার, বাংলাদেশে সংস্থাটির কান্ট্রি ডিরেক্টর চিমিয়াও ফান ছাড়াও ঊর্দ্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।