Thu. Sep 18th, 2025
Advertisements

 

খোলা বাজার ২৪, মঙ্গলবার , ০২ অক্টোবর ২০১৮: যুক্তরাষ্ট্র প্রবাসী তুর্কি নাগরিক ফেতুল্লা গুলেনের ভাইয়ের ১০ বছর কারাদণ্ড দিয়েছেন তুরস্কের আদালত। ফেতুল্লার ভাই কুতবেতিন গুলেন 'গুলেনিস্ট টেরোটিস্ট গ্রুপ' (ফেতো) এর বর্তমান মাস্টারমাইন্ড বলে ধারণা করা হয়।

দ্য ইজমির ১৪ হাইকোর্ট কুতবেতিনকে ১৪ বছর ৬ মাসের এ কারাদণ্ড ঘোষণা করেন। দেশটির একটি সন্ত্রাসবিরোধী আইনে এই কারাদণ্ড দেয়া হয়েছে। খবর ডেইলি সাবাহর।

২০১৬ সালে অক্টোবর মাসে গুলেনকে সন্ত্রাসী গ্রুপ প্রতিষ্ঠা করার অভিযোগে গ্রেফতার করা হয়। ওই বছর তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগানকে উৎখাতের ব্যর্থ অভ্যুত্থান হয় দেশটিতে।

ফেতুল্লা গুলেন ওই অভ্যুত্থান চেষ্টার মূলহোতা বলে অভিযোগ করে তুরস্ক সরকার। এ নিয়ে তুরস্কে তার বিরুদ্ধে একাধিক মামলা হয়েছে। ফেতুল্লাকে তুরস্কের কাছে হস্তান্তরের জন্য যুক্তরাষ্ট্রের ওপর অব্যাহত চাপ প্রয়োগ করে আসছে দেশটি।