Wed. Sep 17th, 2025
Advertisements

খোলা বাজার ২৪,শুক্রবার, ০৫ অক্টোবর ২০১৮:   নির্বাচনে অংশ নিতে বিএনপিকে চিঠি দিয়েছে কমনওয়েলথ। সম্প্রতি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে সংস্থাটির মহাসচিব প্যাট্রিসিয়া স্কটল্যান্ড এ চিঠি দিয়েছেন।

এ চিঠির জবাব দেওয়া হবে বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার দলের স্থায়ী কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন মির্জা আলমগীর।

রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে দলের স্থায়ী কমিটির সদস্যদের বৈঠক অনুষ্ঠিত হয়। বিকাল ৫টা ২০ মিনিটে ওই বৈঠক শুরু হয়। তা চলে রাত ৮টা পর্যন্ত।

বৈঠকে সভাপতিত্ব করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৈঠক শেষে সাংবাদিকদের তিনি বলেন, ‘স্থায়ী কমিটির বৈঠক হয়েছে। বিভিন্ন ইস্যু নিয়ে আমরা কথা বলেছি।’

কমনওয়েলথের পাঠানো চিঠি প্রসঙ্গে মির্জা আলমগীর বলেন, ‘একটা চিঠি ওরা পাঠিয়েছে। সে চিঠির আমরা উত্তর দেব।’

জানা যায়, বৈঠকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি, তার সুচিকিৎসা, আগামী জাতীয় সংসদ নির্বাচন, নিরপেক্ষ সরকারের দাবীতে আন্দোলন প্রসঙ্গে আলাপ করেন বিএনপির শীর্ষ নেতারা।