Tue. Sep 23rd, 2025
Advertisements

 

খোলা বাজার ২৪,শুক্রবার , ০৫ অক্টোবর ২০১৮:  যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মনোনীত বিচারপতি ব্রেট কাভানাহর বিরুদ্ধে বিক্ষোভ করায় বৃহস্পতিবার ৩০২ জনকে আটক করা হয়েছে। কাভানাহর বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে তদন্ত শেষ হলেও বিরোধী রাজনৈতিক দল ডেমোক্রেটের নেতা-কর্মীরা অভিযোগ করেছেন, প্রেসিডেন্টে কার্যালয় হোয়াইট হাউজের হস্তক্ষেপের কারণে এ তদন্ত বাধাগ্রস্থ হয়েছে।

সুপ্রিম কোর্টে কাভানাহর মনোনয়ন এখন সময়ের ব্যাপার মাত্র। বৃহস্পতিবার অভিযুক্ত কাভানাহর বিরুদ্ধে বিক্ষোভ করেন মার্কিন নাগরিকরা। যাদের বড় অংশই ছিলেন নারী। তারা কাভানাহর চলে যাওয়া সময় এসেছে বলে স্লোগান দেন।

যুক্তরাষ্ট্রের ক্যাপিটল পুলিশ জানিয়েছে, বেআইনিভাবে বিক্ষোভ করায় তারা ৩০২ জনকে আটক করেছে।