Tue. Apr 22nd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements


খোলা বাজার ২৪,শনিবার , ০৬ অক্টোবর ২০১৮:  দল নিবন্ধন না পেলে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের নৌকা প্রতীকে প্রার্থী হবেন বলে জানিয়েছেন ব্যারিস্টার নাজমুল হুদা।

শনিবার দুপুরে ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় নিজ দল ‘তৃণমূল বিএনপি’র কর্মীদের মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি একথা জানান।

বাংলাদেশ জাতীয়তাবাদী ফ্রন্টের (বিএনএ) আহ্বায়ক নাজমুল হুদা বলেন, ‘হাইকোর্ট দু’একদিনের মধ্যে একটি রায় দিবেন। যদি আমার দল তৃণমূল বিএনপি নিবন্ধিত হয়ে যায়, তবে আগামী নির্বাচনে পাট প্রতীকে নির্বাচন করব। আর রায় বিপক্ষে এলে নৌকা প্রতীক নিয়েই নির্বাচন করব।’

তিনি বলেন, ‘সরকারের সহযোগিতা বা ইন্ধনে নয়, মৌলিক অধিকার থেকে সাবেক প্রধান বিচারপতি এসকে সিনহার বিরুদ্ধে আমি মামলা করেছি।’

বিএনপির সাবেক এই নেতা বলেন, ‘বিচারপতি সিনহা আমার প্রতি অবিচার করেছেন। ওয়ান-ইলেভেনের পর মাইনাস টু ফর্মুলার অধীনে আমার বিরুদ্ধে প্রায় ২৬টি মামলা হয়েছিল। বেশ কয়েকটি বড় বড় মামলায় আমি হাইকোর্ট থেকে অব্যাহতি পেয়েছিলাম।’

তিনি অভিযোগ করেন, ‘বিচারপতি সিনহা আক্রোশবশত অব্যাহতি পাওয়া মামলাগুলো পুনরুজ্জীবিত করে আমাকে অযোগ্য ঘোষণা করতে চেয়েছিলেন।’

নাজমুল হুদা বলেন, ‘আমি তার বিরুদ্ধে রাষ্ট্রের সাধারণ নাগরিক হিসেবে মৌলিক অধিকার থেকে মামলা করেছি।’

তৃণমূল বিএনপির কর্মীদের মতবিনিময় সভায় জেলা কমিটির সভাপতি আমিরুল ইসলাম সভাপতিত্ব করেন। সেখানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, তৃণমূল বিএনপির কেন্দ্রীয় সহ-সভাপতি কেএম জাহাঙ্গীর মজুমদার, যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রেজাউল করিম, জাগো দলের সভাপতি লিটন খান প্রমুখ।