Thu. Sep 18th, 2025
Advertisements


খোলা বাজার ২৪, মঙ্গলবার ,০৯ অক্টোবর ২০১৮ঃ এক মডেলের করা ধর্ষণ অভিযোগে এমনিতেই সমস্যায় আছেন ক্রিস্টিয়ানো রোনালদো। এরই মধ্যে নতুন করে সমস্যায় পড়তে যাচ্ছেন তিনি। এবার আরও তিন মহিলা রোনালদোর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তুলেছেন।

এর আগে ২০০৯ সালে, লাস ভেগাসের হোটেলে রোনালদোর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনেছিলেন ক্যাথরিন মায়োরগা। তবে সাময়িকভাবে সেই মামলা বন্ধ হয়ে গেলেও সম্প্রতি আবার নতুন করে স্থানীয় পুলিশ সেই মামলা শুরু করেছে।

ক্যাথরিনের আইনজীবী ‘দ্য সান’কে দেওয়া এক সাক্ষাৎকারে জানান, ক্রিস্টিয়ানো রোনালদোর বিরুদ্ধে একই অভিযোগ এনে আরও তিনজন মহিলা তার সঙ্গে যোগাযোগ করেছেন। ক্যাথরিনের আইনজীবী লেসলি স্টোভাল জানিয়েছেন, ‘একজন মহিলা রোনালদোর বিরুদ্ধে একই রকম অভিযোগ এনেছেন, যেমনটা ক্যাথরিন এনেছিলেন। মহিলার অভিযোগ এক পার্টির পর হোটেলের ঘরে তাকে ধর্ষণ করা হয়েছিল। অন্য একজনের দাবি, তিনি সেই সময় রোনালদোকে আঘাত করেছিলেন। আর অপর একজন জানিয়েছেন, তার সঙ্গে রোনালদো গোপন চুক্তি করেছিলেন।’

ক্যাথরিনের ওই আইনজীবী আরও জানান, তিনি সব অভিযোগ খতিয়ে দেখছেন। সঙ্গে এর প্রমাণও যাতে বৈধ হয় তা সংগ্রহের চেষ্টা করছেন। এখন দেখার বিষয় হল, এসব অভিযোগ শেষ পর্যন্ত কতো দূর গড়ায়। রোনালদো নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারেন কীনা, তা জানতে উন্মুখ থাকবে তাঁর ভক্তরা।