Fri. Sep 12th, 2025
Advertisements

ঢাবিতে ছাত্রদলের বিক্ষোভ

খোলা বাজার ২৪, শনিবার  ১৩ অক্টোবর ২০১৮ঃ ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ দলটির সিনিয়র নেতাদের বিরুদ্ধে দেয়া সাজার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল।

শনিবার সকালে বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে মিছিল শুরু হয়। মিছিলটি শাহবাগ মোড় ঘুরে ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের সামনে গিয়ে শেষ হয়। মিছিলটির নেতৃত্ব দেন ঢাবি ছাত্রদলের সভাপতি আল মেহেদী তালুকদার ও সাধারণ সম্পাদক আবুল বাসার সিদ্দিকী।

মিছিল পরবর্তী সময়ে সমাবেশে মামলার রায়কে ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ উল্লেখ করে ছাত্রদলের নেতারা বলেন, এই মামলায় তারেক রাহামনকে জড়ানো হয়েছে। আমরা এর প্রতিবাদ জানাই।

এ সময় ছাত্রদলের নেতারা সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিও জানান।

মিছিলে ঢাবি শাখা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি তানভীর রেজা রুবেল, সহ-সভাপতি সাজিদ হাসান বাবু, সাংগঠনিক সম্পাদক শেখ আবু তাহের, যুগ্ম সম্পাদক এম এম মহিন উদ্দিন রাজুসহ বিশ্ববিদ্যালয় শাখা ও বিভিন্ন হলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।