Thu. Sep 18th, 2025
Advertisements

খোলা বাজার ২৪, রবিবার,  ১৪ অক্টোবর ২০১৮ঃ সচিবালয়ের অভ্যন্তরে বিভিন্ন  প্রজাতির গাছে স্থাপন করা হয়েছে নামফলক। আজ বিকেলে নামফলক স্থাপন উদ্বোধন করেন। এ সময় তিনি বলেন, সচিবালয়ের অভ্যন্তরে গাছ লাগিয়ে একটি সবুজ-শ্যামল পরিবেশ তৈরি করা গেলে এখানে কর্মকর্তা কর্মচারিদের মধ্যে কর্মস্পৃহা বৃদ্ধি পাবে। এজন্য তাঁর মন্ত্রণালয়ের উদ্যোগে আরো বেশি করে গাছ লাগানোর ব্যবস্থা করা হবে বলে জানান তিনি।   
 ১৯৪৭ সালে এক গুচ্ছ ভবন নিয়ে তদানীন্তন প্রাদেশিক সরকারের প্রধান প্রশাসনিক কার্যালয় হিসাবে সচিবালয়ের যাত্রা শুরু হয়। স্বাধীনতা উত্তরকালে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধান প্রশাসনিক দপ্তর হিসেবে এর কার্যক্রম অব্যাহত থাকে। একটি সুন্দর প্রাকৃতিক পরিবেশ সচিবালয়ের অভ্যন্তরের পরিবেশকে প্রাণবন্ত করে তুলতে পারে। বাড়িয়ে দিতে পারে কর্মস্পৃহা। এই মহৎ উদ্দেশ্যে বিভিন্ন সময়ে সুধীজনেরা এখানে বৃক্ষরোপণ করেছেন। 
সচিবালয়ের অভ্যন্তরে ২৭ প্রজাতির ১০০টি ফলদ গাছ, ২৫ প্রজাতির ৩৬২ টি বৃক্ষ ৩৪ প্রজাতির ৪৫৮টি সৌন্দর্য বর্ধনকারী গাছ রয়েছে। সচিবালয়ের প্রাকৃতিক সৌন্দর্য  ও অক্সিজেন ভান্ডারকে সমৃদ্ধ ভবিষ্যতে  আরো গাছ, ফুল ও ফলের চারা রোপণ করা হবে।